মেয়ের জন্য বড় সিদ্ধান্ত নিলেন অনুশকা

সাধারণ থেকে তারকা, মাতৃত্ব হয়ত কমবেশি সব মেয়ের জীবনই বদলে দেয়। ঠিক যেমন ভামিকা আসার পর বদলে গিয়েছে অভিনেত্রী আনুশকা শর্মার জীবন। আর সেকারণেই হয়ত এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিরাট-ঘরণী। এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন অভিনেত্রী। এর মাঝেই নিজের সিদ্ধান্তের কথা জানালেন অনুশকা।
ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ‘মেয়ে ভামিকার জন্যই নাকি এখন থেকে তিনি আগের মতো ছবি করবেন না।’
কীভাবে বদলে গেল জীবন, জানালেন অনুশকাকীভাবে বদলে গেল জীবন, জানালেন অনুশকা
তবে হঠাৎ কী কারণে এই সিদ্ধান্ত সেটাও জানালেন আনুশকা। বলেলেন, এই মুহূর্তে মেয়ে ভামিকার তাকে প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল। কিন্তু মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সারাক্ষণ মাকে দরকার তার। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরও বেশি করে। তাই সব দিক ভেবেচিন্তে এই সিদ্ধান্তই নিয়েছেন অভিনেত্রী।
অনুশকার শর্মার কথায়, ‘আমি অভিনয়কে উপভোগ করি। তবে এখন আর আমি আগের মতো অনেক ছবিতে কাজ করব না। এবার থেকে বছরে একটা ছবি করব। তাতে অভিনয়ের মতো ভালোলাগার বিষয়টাও উপভোগ করব, পাশাপাশি পারিবারিক জীবনেও ভারসাম্য থাকবে। তবে আমি খেয়াল করেছি, বিরাটের থেকেও ভামিকার বেশি আমাকেই প্রয়োজন। ওর আমাকে চেনা, জানাটা অনেক বেশি দরকার।’
অনুশকা জানান, ‘আমি যেভাবে আমার জীবন পরিচালনা করছি তাতে আমি খুশি। একজন অভিনেত্রী হিসাবে, পাবলিক ফিগার হিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে কারও কাছে বিন্দুমাত্র কিছু প্রমাণ করতে চাই না। আমি শুধু সেটাই করতে চাই যেটা আমায় আনন্দ দেয়। যেটা ঠিক বলে মনে হয়, সেটাই আমি করি।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫