সিডিএফএ ক্লিইম্ব অ-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত, ৩১ একাডেমিকে দেওয়া হলো বল
ক্রীড়া ডেস্ক, চট্টগ্রাম:
২০ ডিসেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আসন্ন সিডিএফএ ক্লিইম্ব অ-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র সম্পন্ন হয়েছে। এই ড্র এর মাধ্যমে গ্রুপ ভাগ, ম্যাচ সূচি নির্ধারণ এবং সম্ভাব্য উদ্বোধনী ম্যাচ চূড়ান্ত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিডিএফএর সভাপতি এ কে শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আ. ন. ম. ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন জাহেদ, সরওয়ার আলম চৌধুরী মনি, খেলোয়াড় বাছাই উপকমিটির সদস্য মোঃ মাহাবুবুর রহমান মাহবুব, স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালকসহ সংস্থার নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ জসিম উদ্দিন, জহির উদ্দিন জহির, রায়হান উদ্দিন রুবেল। এছাড়াও বিভিন্ন একাডেমির কোচ ও দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে ৩১টি একাডেমিকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর ক্রস লিগ পদ্ধতিতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতি শহীদুল ইসলাম জানিয়েছেন, টুর্নামেন্টের সম্ভাব্য উদ্বোধনী ম্যাচ ২৫ ডিসেম্বর দুপুরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে ১ নং গ্রুপের ১ নং দল ৩ নং দলের সঙ্গে মুখোমুখি হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩১টি একাডেমিকে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি করে বল উপহার প্রদান করা হয়েছে। খেলার সম্পূর্ণ সূচি ও বাইলজ পরে ঘোষণা করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫