|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৫ ০২:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৫ ০৭:২২ অপরাহ্ণ

বরগুনায় মিথ্যা মামলা দায়েরে বাদীর কারাদণ্ড, আসামিরা বেকসুর খালাস


বরগুনায় মিথ্যা মামলা দায়েরে বাদীর কারাদণ্ড, আসামিরা বেকসুর খালাস


বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপরদিকে, মামলার দুই আসামিকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।
 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন।
 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মিলটন মুন্সি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার মো. শাহজাহান মুন্সির ছেলে।
 

মামলার সূত্রে জানা যায়, মিলটন মুন্সি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী সুলতান আহমেদের সম্পত্তির দেখভাল করতেন। জমি দখল নিয়ে হুমকি ও ভয়ভীতির অভিযোগ তুলে তিনি মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিন (৫৮)-এর বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আদালত জিডিটি আমলে নিয়ে মামলাটি বিচারাধীন করেন।
 

তবে শুনানির সময় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। এ কারণে ফৌজদারি কার্যবিধির ২৫০(২) ধারায় আদালত বাদী মিলটন মুন্সিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
 

রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন বলেন, “বাদী আদালতে তার অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য বা প্রমাণ দিতে পারেননি। ফলে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালত যথাযথভাবে আইন অনুযায়ী রায় দিয়েছেন। এই রায় ভবিষ্যতে মিথ্যা মামলা দাতাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এতে সন্তুষ্ট।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫