|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৫ ০৭:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০০ অপরাহ্ণ

‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা


‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা শয়তান, তারা ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও এই অভিযানে ছাড় পায়নি। অপারেশনটি তখন পর্যন্ত চলবে, যতক্ষণ না ডেভিল সম্পূর্ণরূপে মুক্ত হয়।’
 

আজ সোমবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
 

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে নির্দোষ ব্যক্তিরা যেন শাস্তি না পান, এজন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে।’
 

তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখা হবে, কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভালো রয়েছে। সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জনগণের ভূমিকা প্রসঙ্গে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, ‘এতে আমরা খুশি। তবে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।’
 

মতবিনিময় সভায় পুলিশ, সেনা, বিজিবি, র‌্যাবসহ রাজশাহীতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫