|
প্রিন্টের সময়কালঃ ২৩ আগu ২০২৫ ০১:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুন ২০২৫ ০৮:৩০ অপরাহ্ণ

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু


মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু


কাইয়ুম চৌধুরী,বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):-

 

 

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন কিশোর বন্ধু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাঁরা তিনজনই মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন বন্ধু মিলে রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন হঠাৎ তাদের দিক দিয়ে চলে আসে। ট্রেনের ধাক্কায় আরাফাত, আনিস ও রিয়াজ ঘটনাস্থলেই নিহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান অপর দুই বন্ধু।

চট্টগ্রাম রেলওয়ে থানার পরিদর্শক এস এম শহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়েছি, রেল দুর্ঘটনায় তিন কিশোর মারা গেছে। আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের মতে, রেললাইনের পাশে নিরাপত্তার ঘাটতি ও সচেতনতার অভাবই এই দুর্ঘটনার জন্য দায়ী। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫