শিল্পকলা একাডেমিতে ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এলো: নারী কর্মকর্তার কক্ষ থেকে ২১ লাখ টাকা উদ্ধার

ঢাকা প্রেস নিউজ
শিল্পকলা একাডেমিতে ব্যাপক দুর্নীতির চিত্র আরো একবার স্পষ্ট হয়ে উঠলো। মঙ্গলবার দুপুরে একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে চালানো অভিযানে কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষ থেকে ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। এর আগেও একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অন্যান্য কর্মকর্তার কক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ ও গোপন নথি উদ্ধার করা হয়েছিল।
এই ঘটনায় শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন, দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনিয়ম দুর্নীতির দোসর কর্মকর্তাদের তালাবদ্ধ রুমগুলো যেন টাকার খনিতে পরিণত হয়েছে।
দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি: দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে শত শত অভিযোগ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার তাকেই মহাপরিচালকের দায়িত্ব দিয়ে গেছেন।
কালচারাল অফিসার সাদিয়ার প্রতিক্রিয়া: টাকা উদ্ধার বিষয়ে কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজালের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনের কন্যা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫