|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ণ

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসায় গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব


ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসায় গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব


ঢাকা প্রেস নিউজ

 

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটির সমৃদ্ধি ও উন্নতির আশা প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে ড. ইউনূসের সঙ্গে এক সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
 

এ সময়, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আল তাইয়েব অধ্যাপক ইউনূসকে সহস্রাব্দ প্রাচীন এই প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করবে।
 

গ্র্যান্ড ইমাম বলেন, “আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ নেতা, এবং বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে এই বিচক্ষণ নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানাই।”
 

অধ্যাপক ইউনূস গ্র্যান্ড ইমামের আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যেন তিনি ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থান থেকে যে বিপুল পরিবর্তন এসেছে তা নিজের চোখে দেখতে পারেন।
 

বৈঠকে, অধ্যাপক ইউনূস গণ-অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারের উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়া সফল হবে। গ্র্যান্ড ইমাম প্রফেসর ইউনূসের নেতৃত্ব, তার সামাজিক সেবা, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণদানে অগ্রণী ভূমিকা, এবং দারিদ্র্য বিমোচনে তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন।
 

অধ্যাপক ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন "দ্য আর্ট অব ট্রায়াম্ফ" গ্র্যান্ড ইমামকে উপহার দেন।
 

গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধারও প্রশংসা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫