পলেস্তারা খসে পরীক্ষার হলে ৬ ছাত্রী আহত

সুনামগঞ্জের তাহিরপুরে স্কুলের কক্ষে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়েছে শিক্ষার্থীদের ওপর। এতে কক্ষের ছয় ছাত্রী আহত হয়।
রবিবার (১৮ জুন) দুপুরে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলের ওই কক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল। এ সময় হঠাৎ পুরাতন ওই ভবনের ছাদের পলেস্তারা খুলে পড়ে। এতে ছয় শিক্ষার্থী আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ ইয়াহিয়া তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ভবনটি স্কুলের সবচেয়ে পুরাতন ভবন। ছাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫