|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৩:৫৩ অপরাহ্ণ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত


সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত


ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-


 

সুনামগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বুধবার (৯ অক্টোবর) জামিনে মুক্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুর করেন।
 

জামিন শুনানির সময় আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। বাদী পক্ষের আইনজীবীরা মামলার তারিখ পরিবর্তনের বিষয়টি নিয়ে আপত্তি জানান। এই অবস্থায় বিচারককে কিছুক্ষণের জন্য এজলাস ত্যাগ করতে হয়। পরে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।
 

গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন। এতে এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।
 

আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদের মতে, মান্নানের অসুস্থতা ও বয়স বিবেচনা করে আদালত জামিন মঞ্জুর করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫