|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুন ২০২৪ ০১:২৬ অপরাহ্ণ

রিয়ালে এমবাপ্পের বেতন ও জার্সি নম্বর


রিয়ালে এমবাপ্পের বেতন ও জার্সি নম্বর


সোমবার রাতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়াল জানিয়েছিল, পাঁচ মরসুমের জন্য এমবাপে যোগ দিচ্ছেন। এবার জানা গেল ফ্রান্সের ফুটবলারের বেতন। কত নম্বর জার্সি পরবেন, সেটাও প্রকাশ্যে এসেছে।

পিএসজিতে  থাকাকালীন বছরে ৭.২ কোটি ইউরো  বেতন পেতেন এমবাপে। রিয়ালে তাঁর ধারেকাছেও পাবেন না। রিয়ালে প্রতি বছর ১.৫ কোটি ইউরো বেতন পাবেন।

কম টাকায় রিয়ালে আসার করণ অবশ্য অন জায়গায়। বেতন কমালেও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন অনেক। রিয়ালে সই করার উপহার হিসাবে ১০ কোটি ইউরো । পাশাপাশি ছবির স্বত্বের ৮০ শতাংশ টাকা পাবেন। মাত্র ২০ শতাংশ পাবে রিয়াল। টাকা কমিয়েই রিয়ালে আসতে রাজি হয়েছেন এমবাপে। তা সত্ত্বেও ক্লাবের সবচেয়ে দামী ফুটবলার হবেন তিনিই।


এমবাপ্পে ফ্রান্সের জাতীয় দল বা পিএসজি-তে ১০ নম্বর জার্সি পরেন । কিন্তু রিয়ালে সেই জার্সি পরেন লুকা মদ্রিচ। তাই নতুন ক্লাবে এমবাপে পরবেন ৯ নম্বর জার্সি। সংবাদমাধ্যমের দাবি, তিনি ১০ নম্বর জার্সি চানইনি। খুশি মনেই ৯ নম্বর জার্সি মেনে নিয়েছেন। আগে এই জার্সি পরতেন করিম বেঞ্জেমা। মদ্রিচ আরও এক বছর ক্লাবে থাকবেন। ফলে অন্তত এক বছর ৯ নম্বর জার্সিতেই খেলতে হবে এমবাপ্পেকে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫