বিদেশে পাচারকৃত অর্থ ফেরতআনার উদ্যোগে মানি লন্ডারিং আইন সংশোধনের সুপারিশ  

প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৪ ০৩:১৭ অপরাহ্ণ ৬৬৬ বার পঠিত
বিদেশে পাচারকৃত অর্থ ফেরতআনার উদ্যোগে মানি লন্ডারিং আইন সংশোধনের সুপারিশ  

বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের প্রণোদনা দেয়ার বিষয়ে বিদ্যমান মানি লন্ডারিং আইন সংশোধনের সুপারিশ করেছে এ বিষয়ক টাস্কফোর্স।

 

অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলছে, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে। এর আলোকে পাচার হওয়া অর্থ ফেরত আনা প্রক্রিয়ার সঙ্গে জড়িত সরকারি বা সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের প্রণোদনা দেয়া উচিত। এ লক্ষ্যে বিদ্যমান মানি লন্ডারিং আইন, ২০১২ সংশোধন করতে হবে। চিঠিতে কয়েকটি ধারা ও উপধারাও উল্লেখ করা হয়।

 

চিঠিতে বলা হয়, বিদেশে পাচারকৃত সম্পদ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে গঠিত টাস্কফোর্স এর দশম সভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ক উল্লিখিত স্মারকের প্রেক্ষিতে এ ইউনিট কর্তৃক কাস্টমস আইন, ২০২৩ ও আয়কর আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা (যথাক্রমে ধারা- ২৫৪ ও ধারা- ৩৪০) পর্যালোচনাপূর্বক বাংলাদেশ হতে পাচারকৃত অর্থ উদ্ধারের ক্ষেত্রে কমিশন প্রদানের বিধানটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ হতে পাচারকৃত অর্থ উদ্ধারের ক্ষেত্রে কমিশন প্রদানের বিধানটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রণীত খসড়াটি আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হলো।

 

মানিলন্ডারিং বা আইনের লঙ্ঙ্গন উদ্‌ঘাটনের জন্য পুরস্কার বা প্রণোদনা প্রদান

 

(১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, সরকার নিম্নবর্ণিত ব্যক্তিকে, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি, পরিস্থিতি ও পরিমাণে পুরস্কার বা প্রণোদনা প্রদান করিতে পারবে, যেমন-

(ক) মানিলন্ডারিং বা সম্পৃক্ত অপরাধ সম্পাদন বা সম্পাদনের প্রচেষ্টা অথবা এই আইন বা এর কোনো বিধানের লঙ্ঘন সম্পর্কিত বিষয়ে বিএফআইইউ বা তদন্তকারী সংস্থার নিকট তথ্য প্রদানকারী কোনো ব্যক্তি;

(খ) বিএফআইইউ, অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কর্মকর্তা বা কর্মচারী, যিনি মানিলন্ডারিং বা সম্পৃক্ত অপরাধ সম্পাদন বা সম্পাদনের প্রচেষ্টা অথবা এই আইন বা এর কোনো বিধানের লঙ্ঘন উদ্‌ঘাটন করেন।


(২) উপ-ধারা (১) এর অধীন পুরস্কার বা প্রণোদনা প্রদান করা যাবে, যদি উক্ত উপ-ধারায় উল্লিখিত তথ্য সরবরাহ, মানিলন্ডারিং বা সম্পৃক্ত অপরাধ সম্পাদন বা সম্পাদনের প্রচেষ্টা অথবা এই আইনের লঙ্ঘন উদ্‌ঘাটনের বা উন্মোচনের ক্ষেত্রে নিম্নবর্ণিত কার্য ফলপ্রসূভাবে সমাপ্ত হয়, যেমন-

(অ) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো সংশ্লিষ্ট আইনের অধীন আরোপিত অর্থদণ্ড বা জরিমানা আদায় হয়, অথবা

(আ) মানিলন্ডারিং ও সম্পৃক্ত অপরাধ সম্পাদনের প্রচেষ্টা অথবা লঙ্ঘনের ঘটনার সহিত সংশ্লিষ্ট সম্পদ জব্দ বা বাজেয়াপ্ত হয়।