|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৩:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় নিউজিল্যান্ড


ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় নিউজিল্যান্ড


অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শেষ করেছে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে।

 

বিশ্বকাপের আগে আর তাদের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। ফলে এটাই আনুষ্ঠানিক প্রস্তুতির শেষ সুযোগ ছিল অজিদের সামনে। এই ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে তিনবার বৃষ্টি বাঁধায় পড়তে হয় অস্ট্রেলিয়াকে।

 

ব্যাট করতে নেমে বৃষ্টিতে ব্যাহত অস্ট্রেলিয়া ১০.৪ ওভারে ৪ উইকেটে ১১৮ রান করে। ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৯৮ রানেই গুটিয়ে যায়।

দ্রুত রান তোলার চাপে ৩ ওভারের মধ্যে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানের মধ্যে উইল ইয়ং ও টিম সেইফার্টের উইকেট হারায় কিউইরা। একপ্রান্ত আগলে রাখলেও ১৩ রানের বেশি করতে পারেননি ওপেনার ফিন অ্যালেন। 

এরপর চার নম্বরে নেমে গ্লেন ফিলিপস ২৪ বলে ৪০ ও মার্ক চ্যাপম্যান ১৫ বলে ১৭ রানের অপরাজিত ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা ও স্পেনসার জনসন।


এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথ ফেরেন মাত্র ৪ রান করে। ম্যাথু শর্টের ব্যাট থেকে আসে ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস। এরপর ম্যাক্সওয়েল ৯ বলে ২০ রান তুললেও ইনিংস বড় করতে পারেননি।


হেড ফিরেছেন ৩০ বলে ৩৩ রান করে। শেষদিকে জস ইংলিসের ৮ বলে ১৪ ও টিম ডেভিডের ৩ বলে ৮ রানের ইনিংসে ১১৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, মিচেল স্যান্টনার ও জশ ক্লার্কসন।'


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫