|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত


চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত


বিশেষ প্রতিবেদন:-

 

চলমান নিত্যপণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকির অংশ হিসেবে খাতুনগঞ্জে ও চাকতাই,  বাকলিয়া বাজারে রমজান মাসে নিত্য পণ্যের  চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে  মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম ভূঞা ও সুব্রত হালদার ।
 

অভিযান চলাকালে বিএসটিআই এর লাইসেন্সবিহীন একটি পানীয়জল সরবরাহকারী প্রতিষ্ঠান ও একটি মুড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২টি মামলায় মোট ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 
 

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের  কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


এদিকে আজ  কাজীরহাট বাজার, কালুরঘাট এ মুদি দোকান ও কাঁচা বাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  তামজীদুর রহমান এবং জনাব মো: আসিফ জাহান সিকদার।


অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। 


এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫