|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৫ ০৫:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ণ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন


মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন


মোঃ আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:-



মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।


 




সভায় সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সহসভাপতি ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি শহীদ রানা, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন।


নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণা করেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুরের সভাপতি রিয়াজুল ইসলাম।


আগামী দুই বছরের জন্য ঘোষিত ১৩ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন—
শাহজাহান সিরাজ, সবুজ আলী, জামিউল ইসলাম, এমডি শিমুল, রকিবুল ইসলাম, শাহরিয়ার স্বপন, হাজী মো. ফজলুল হক, আবু সাঈদ তালুকদার, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সামিউল ইসলাম, ইফতেখার চৌধুরী লেমন, আমানুল্লাহ প্রামাণিক ও মাসুদুর রহমান রাসেল।


সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অন্যান্য উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা। পাশাপাশি বালিজুড়ী বাজারে অবস্থিত পরিষদের কার্যালয়ে উপস্থিত ছিলেন ৬ জন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্য।


নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণার পর অস্থায়ী কার্যালয়ে মিষ্টিমুখের আয়োজন করা হয়।


সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিসেবে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর দীর্ঘদিন ধরে উপজেলাবাসীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫