নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করা হবে: ধর্ম উপদেষ্টা

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-
বর্তমান সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের পর প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটিতে এক শিক্ষা সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, "এ দেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যার ভোট, সে যাতে ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।"
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, "প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তারা সমাজের বোঝা নয়। তাদের ধর্মীয় ও কারিগরি শিক্ষার সুযোগ দিলে দেশ এগিয়ে যাবে। এই ধরনের শিক্ষা তাদের স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সম্মানজনকভাবে সমাজে জীবনযাপন করতে পারবে।"
সেমিনারে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, মাওলানা সালাউদ্দিন নানুপুরি, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হেলাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫