|
প্রিন্টের সময়কালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২৫ অপরাহ্ণ

আজ দুপুর ২টা থেকে হাইকোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে


আজ দুপুর ২টা থেকে হাইকোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে


ঢাকা প্রেস নিউজ

 

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ দুপুর ২টা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
 

রোববার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ অহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মগবাজারের ইনসাফ বারাকাহ্ কিডনী অ্যান্ড জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...).


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫