শাকিব খানের তুফান ছবির গান লাগে উরা ধুরা ঝড় তুলেছে!

শাকিব খানের অভিনয়জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৮ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হয় রায়হান রাফীর ‘তুফান’ ছবির গান ‘লাগে উরা ধুরা’। পর্দায় পারফরম করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী ও প্রীতম হাসান। গানটি বাংলাদেশ ও ভারতে ইউটিউব ট্রেন্ডিংয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
শুধু তাই নয়, গানটি দেখে আট শতাধিক কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার রিভিউ দিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মধ্যপ্রাচ্য, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল থেকেও একাধিক কনটেন্ট এসেছে অন্তর্জালে। বাংলা গান নিয়ে এমনটা আগে দেখা যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫