|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ১৮ বি‌লিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে দেশ


আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ১৮ বি‌লিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে দেশ


আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলে তিন হাজার ৩৬৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এ সময় আমদানি করা হয়েছে পাঁচ হাজার ২৩৭ কোটি ডলারের পণ্য। এতে ২০২৩-২৪ অর্থবছরের ১০ মাসে এক হাজার ৮৭০ কোটি (১৮.৭০ বিলিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।


বর্তমান বিনিময় হার হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দুই লাখ ২০ হাজার ৬৩৬ কোটি টাকা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-এপ্রিল) বৈদেশিক লেনদেন ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) পরিসংখ্যান প্রকাশ করেছে। ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেয় সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। ফলে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি কিছুটা কমেছে।


তবে ঘাটতি বাড়ছে চলতি হিসাবের। কারণ বিদেশি ঋণ ও বিনিয়োগ আগের তুলনায় কমেছে। রপ্তানি আয়ও কমেছে। অন্যদিকে আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ বেড়েছে। এতে বহির্বিশ্বের সঙ্গে দেশের সামগ্রিক লেনদেনে বড় ঘাটতি তৈরি হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলার সংকট কাটাতে নানা উপায়ে আমদানি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছে সরকার।

 

একই সঙ্গে তুলনামূলক কম প্রয়োজনীয় বা বিলাসী পণ্যের এলসি খোলার সময় শতভাগ পর্যন্ত নগদ মার্জিনের শর্ত দেওয়া আছে। এসব কারণে আমদানি কমেছে। বিদেশি বিনিয়োগ : দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল বাংলাদেশ যেখানে ৩৭৩ কোটি ডলারের এফডিআই পেয়েছিল। গেল অর্থবছরের একই সময় এসেছে ৩৫৯ কোটি ডলার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫