|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৮ অপরাহ্ণ

দেশের চলমান পরিস্থিতি ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: সেনাপ্রধান


দেশের চলমান পরিস্থিতি ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: সেনাপ্রধান


নিজস্ব প্রতিবেদক:-

 

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান সেনা সদস্যদেরকে অতিরিক্ত বল প্রয়োগ না করে, ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আহ্বান জানিয়েছেন।
 

সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

এ সময় তিনি আরও বলেন, “আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবো, কিন্তু কাজটি দীর্ঘসময় ধরে করতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য ধরে পেশাদারিত্বের সঙ্গে কাজটি করতে হবে। যতদিন না পর্যন্ত একটি নির্বাচিত সরকার আসে, ততদিন আমাদের এই দায়িত্ব পালন করতে হবে।”
 

তিনি বলেন, "ডেপ্লয়মেন্টের সময় কোন উশৃঙ্খল কাজ করা যাবে না, এবং অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে। বল প্রয়োগ করলেও, তা যেন হয় অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এবং যতটুকু সম্ভব কম বল প্রয়োগ করা হয়। সবাই একত্রে কাজ করলে, দেশের শান্তি ও শৃঙ্খলা পুনঃস্থাপন সম্ভব হবে, এমনটাই আমরা প্রত্যাশা করি।"
 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে ভূমিকা রাখে।”
 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান নিজেও ফায়ারে অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। ফায়ারিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তেত্রিশ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয় সাত বিগ্রেড ডিভিশন।
 

সমাপনী অনুষ্ঠানে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫