|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

মৌলভীবাজার-২ আসনে ২৭ বছর পর জয়ী আওয়ামী লীগ


মৌলভীবাজার-২ আসনে ২৭ বছর পর জয়ী আওয়ামী লীগ


দীর্ঘ ২৭ বছর পর মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জয়ের মুখ দেখল আওয়ামী লীগ। গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ওরফে নাদেল নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট ১০৩ কেন্দ্রে শফিউল আলম চৌধুরী ৭৩ হাজার ৫২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সফি আহমদ ওরফে সলমান (ট্রাক) পান ১৫ হাজার ১৬৮ ভোট। সফি আহমদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫