|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

পটিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


পটিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


চট্টগ্রাম প্রতিনিধি:-


 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সমাবেশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে পটিয়া ইন্দ্রপোল বাইপাস সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত।
 

অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিপলু ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।
 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, পটিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, আবু সালেহ ও মো. সাইফুদ্দিন প্রমুখ।
 

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, সোহেল, সিরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সিকদার সুমন, সেকান্দর হোসেন নয়ন, সাইফুর রহমান, আব্দুল করিম, কাজী মো. আরিফ, আরিফুল রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, মো. সুলাইমান, গাজী দুলাল, এরশাদ, জিয়াউর রহমান, পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু ও পৌর যুবনেতা এস এম রেজা রিপন প্রমুখ।
 

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, বহুমতবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে ভিত্তি গড়ে দিয়েছিলেন, যুবদল সেই আদর্শ ও সংগ্রামের ধারাবাহিকতা ধরে রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
 

সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র‍্যালি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫