|
প্রিন্টের সময়কালঃ ১০ নভেম্বর ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৫:২৪ অপরাহ্ণ

স্বামীর কাঁধে ভর করি


স্বামীর কাঁধে ভর করি


কবি: তাছলিমা আক্তার মুক্তা


 

এই তো আমি বেশ আছি ভাই 
স্বামীর কাঁধে ভর করে , 
এর চেয়ে বেশি চাইনা কিছুই 
শান্তি থাকুক ঘর ভরে । 

 

নাই গাড়ি বাড়ির লোভ লালসা 
স্বামী আমার শক্তি  , 
স্বামীর কথা মান্য করে চলি 
আর করি তারে ভক্তি । 

 

বাইরের ঝামেলা তিনি সামলান
আমি সামলাই ঘরে  , 
এই মন্ত্রনায় দুজনের সংসার
থাকে সুখ শান্তিতে ভরে। 

 

স্বামী হলেন মাথার মুকুট 
ভালোবাসার ছায়া বর , 
শত হাজার ঝড় তুফানে 
আগলে রাখে জীবন ভর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫