|
প্রিন্টের সময়কালঃ ০৯ জুলাই ২০২৫ ১০:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ণ

ইমোতে প্রেমের ফাঁদ, অশ্লীল ভিডিও ও প্রতারণা: নাটোরে সেনাবাহিনীর অভিযানে আটক ১২


ইমোতে প্রেমের ফাঁদ, অশ্লীল ভিডিও ও প্রতারণা: নাটোরে সেনাবাহিনীর অভিযানে আটক ১২


লালপুর (নাটোর) প্রতিনিধি:-


 

নাটোরের লালপুরে ইমো অ্যাপ ব্যবহার করে দেশি ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারণ ও চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
 

বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মোবাইল ফোন, বিপুলসংখ্যক সিমকার্ড, দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন: রাসেল আহমেদ, আবির হোসেন, রিয়াজ হোসেন, রাব্বি হোসেন, মুরাদ হোসেন, মো. সানজিল, আবু কাউসার মোন্ন, সাগর আহমেদ, আব্দুল মমিন, হৃদয় আহমেদ, কাউসার আলী ও প্রাপ্তি মণ্ডল—সবাই বিলমাড়িয়া এলাকার বাসিন্দা।
 

তদন্ত সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের টার্গেট করে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরে ভিডিও কলে অশ্লীল দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিত তারা।
 

অভিযানে সেনাবাহিনী তাদের কাছ থেকে ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, একটি দেশীয় অস্ত্র, পাঁচ পিস ইয়াবা এবং কিছু পরিমাণ গাঁজা জব্দ করে।
 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটক ১২ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং বাকি আটজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

সংশ্লিষ্ট সূত্র বলছে, চক্রটি বিভিন্ন সময় ভিকটিমদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫