|
প্রিন্টের সময়কালঃ ২৭ আগu ২০২৫ ০৩:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ আগu ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ

কুড়িগ্রামে নাশকতার গোপন বৈঠকের অভিযোগে আঃ লীগ নেতা গ্রেফতার 


কুড়িগ্রামে নাশকতার গোপন বৈঠকের অভিযোগে আঃ লীগ নেতা গ্রেফতার 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

‎কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৬২)-কে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি বজলার রহমান।

‎পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫