|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০২:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০০ অপরাহ্ণ

কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত বিএসএফ


কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত বিএসএফ


ঢাকা প্রেস নিউজ

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে গাছের ওপর স্থাপন করা সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।
 

মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড সংলগ্ন আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এই সিদ্ধান্ত জানায়।
 

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষ থেকে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান নেতৃত্ব দেন।
 

এছাড়া, একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির উদ্যোগে জনসচেতনতামূলক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
 

প্রসঙ্গত, গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ গোপনে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৭৮-এর ৯এস সাব-পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরা স্থাপন করে। এ ঘটনায় কুড়িগ্রাম সীমান্তে সোমবার দিনভর বিএসএফ ও বিজিবির ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও সমাধান না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫