লেবানন থেকে আরও ৯৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

ঢাকা প্রেস নিউজ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরেছেন আরও ৯৪ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়। তারা লেবাননে আটকে পড়েছিলেন এবং স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।
আইওএম প্রত্যাবাসনকৃত প্রতিটি ব্যক্তিকে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে।
এ পর্যন্ত মোট ১৭টি ফ্লাইটে ১,১৪২ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে প্রত্যাবাসিত হয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫