সিইপিজেডের অভ্যন্তরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু: তার নাম জায়েদা আক্তার (২০)

ডেস্ক নিউজ:-
চট্টগ্রাম ইপিজেডের অভ্যন্তরে আজ সকালে সাড়ে ৭ টার দিকে ০৫ নং রোডে ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে...!
বিভিন্ন এফবি সূত্র ও পরবর্তীতে দুপুরের দিকে CEPZ এর জোন অফিস সংলগ্ন পুলিশ ফাঁড়ির সূত্র জানায়,আজ সকালে সাড়ে সাতটার দিকে টেকনিক্যাল এ্যাপারেলস লিঃ কারখানার নারী শ্রমিক ট্রাক চাপায় ঘটনা স্থলে নিহত হয়েছেন।
নিহতের মাথায় প্রচন্ড জোরে আঘাত ও মাথা থেঁতলে যাই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে প্রাপ্ত ভোটার আইডি কার্ডের সূত্রমতে তার গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার, কলাপাড়া-চর চাপলী গ্রামের মোঃ জাহিদুলের কন্যা বলে জানা গেছে।
জায়েদা আক্তার (২০) চলতি মাসের ২ তারিখে জুনিয়র অপারেটর হিসেবে টেকনিক্যাল এ্যাপারেলস লিঃ কারখানায় যোগাযোগ করেছেন বলে নিয়োগ কার্ডে উল্লেখ করা হয়েছে।
লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান শিল্প পুলিশ টিম।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫