শাকিবের বিরুদ্ধে অভিযোগ করা দেশ ছেড়েছেন সেই প্রযোজক

শাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া অবস্থান করছেন বলে নিজেই জানিয়েছেন। তবে তিনি পালিয়ে যাননি দাবি করে শাকিবের বিরুদ্ধে প্রমাণ নিয়ে দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
অস্ট্রেলিয়া রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান, ‘শাকিব বলছে, আমি ভুয়া প্রযোজক- এটা হাস্যকর। আর আমি তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছি তার পুরোটা ঠিক। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আমি কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি। অল্প কিছুদিন আপনারা অপেক্ষা করেন। আমার এখানে (অস্ট্রেলিয়া) কাজ ছিলো বলেই দ্রুত চলে এসেছি।’
এই প্রযোজক বলেন, ‘আমার হাতে সময় কম ছিলো। অস্ট্রেলিয়ায় আমার অনেক কাজ আছে। বিষয়টি আমি শাকিব খান এবং চলচ্চিত্রের বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি। কারো ভয়ে আমি দেশ ত্যাগ করিনি। তাছাড়া বিষয়টি সমাধানের জন্য শাকিব খানই আমার সঙ্গে বসেছিলেন। কিন্তু পারেননি। আমি আমার কাজের জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি, কারও ভয়ে নয়। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে সকল প্রমাণ নিয়ে আবার দেখা হবে আমার। কারণ, এবার লড়াই হবে আইনিভাবে।’
‘আমি দেশ ছেড়েছি নিশ্চিত হবার পর এখন শাকিব নাটক করছে’ উল্লেখ করে রহমত উল্লাহ বলেন, ‘শাকিব বিষয়টি সমঝোতার চেষ্টা করেছে কিন্তু সে যৌক্তিক কোনো সমাধানে আসে না। সে যেহেতু আমাকে ভুয়া-মিথ্যেবাদী বলছে তাই লড়াইটা এবার আইনিভাবে হবে।’
এর আগে রহমত উল্লাহ শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন। গত ১৫ মার্চ লিখিতভাবে তিনি অভিযোগপত্র জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় ১৬ মার্চ ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও রহমত উল্লাহ। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। কিন্তু সেখানে কোনো সমঝোতার হয়নি।
পরে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গত শনিবার গভীর রাতে গুলশান থানায় যান শাকিব খান। মামলা করতে না পেরে সেখান থেকে পরামর্শ নিয়ে পরদিন রোববার বিকেলে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে।
দুই জায়গাতেই তিনি এই প্রযোজকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ধরেন। এ সময় এই প্রযোজক যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য আইনের সহযোগিতা চান শাকিব খান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫