|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ণ

কামরাঙ্গীরচরে ব্লক রেইড অভিযানে গ্রেপ্তার ১৬


কামরাঙ্গীরচরে ব্লক রেইড অভিযানে গ্রেপ্তার ১৬


রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানটি অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পরিচালিত হয়। অভিযানে মাদক চোরাকারবারি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. জুম্মান, মো. আরিফ, আবু বক্কর, রবিন, আলমগীর হোসেন, আকতার হোসেন, আল আমিন, মো. তুহিন, লাভলু, মো. ইসমাইল, মো. শরীফ, উৎপল চন্দ্র দাস, সাকির, ইসমাইল, সোহেল ও সজল।
 

বৃহস্পতিবার বিকেলে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫