বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যের মৃত্যু!

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-
মিয়ানমার সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ চলাকালে দেশটির সামরিক সদস্য সহ অনেক নাগরিক প্রাণ বাঁচাতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এসে আশ্রয় নেয়া এক মিয়ানমার সামরিক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
(৫সেপ্টেম্বর) বৃহস্পতিবার এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
মৃত্যুবরণ করা সামরিক সদস্য ক্যাউ নন্দা (৩০) মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র পুলিশ ল্যান্স কর্পোরাল পদে দায়িত্বরত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার এর অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, মিয়ানমারের বিদ্রোহী স্বসস্ত্র গোষ্টী আরাকান আর্মির সাথে সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিন সংঘাত অব্যাহত রয়েছে। ঘটনার জেরে সীমান্ত দিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১২৪ জন মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য। এর মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এসে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য ক্যাউ নন্দা গত (২৮ জুলাই) অসুস্থ হয়ে পড়লে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে বিজিবির কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। গতো (২আগস্ট) কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিজিপির এ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৩ আগস্ট) বিজিপি সদস্য ক্যাউ নন্দা মৃত্যুবরণ করেন। বিষয়টি বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সরকারের সংশ্লিষ্টরা বাংলাদেশে মিয়ানমার দূতাবাসকে অবহিত করেন।
বিজিবির কক্সবাজার অধিনায়ক আরো জানান, সরকারের সংশ্লিষ্টদের পাশাপাশি বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গত ১৭ আগস্ট চমেক হাসপাতালের মর্গ থেকে বিজিপি সদস্যের মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। পরে রামু উপজেলার মহাবিহার শ্মশানে ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি দল ও বিজিবি সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিজিপি সদস্য ক্যাউ নন্দার সৎকার সম্পন্ন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫