ঢাকা প্রেস নিউজ
দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে সোমবার (২০ জানুয়ারি)। সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করবেন, এরপর থেকে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বায়োমেট্রিক নিবন্ধন শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
এদিকে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহায়তার জন্য ১৯ জানুয়ারি সকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনের কাছে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যবহারের জন্য ৪ হাজার ৩০০টি ব্যাগ প্রদান করেছে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন বলেন, “ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে ঐতিহাসিক অংশীদার। গত ডিসেম্বর মাসে আমি তাদেরকে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য অনুরোধ করেছিলাম। তারা খুব দ্রুত উপকরণ সরবরাহ করেছে, যা আমি অত্যন্ত প্রশংসা করি।”
ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যাদের বাদ পড়েছে, তাদের তালিকাভুক্তি করা হবে। পাশাপাশি, মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এছাড়া, ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন চলবে। এ সময়ে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী এবং বিগত তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়াদের নিবন্ধন করা হবে।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭, নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩২ জন।