|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৪ ০৫:৪৯ অপরাহ্ণ

বিএনপির কালো পতাকা মিছিলের দিন নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন কাদের


বিএনপির কালো পতাকা মিছিলের দিন নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে। এই মিছিলকে কেন্দ্র করে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

তিনি আজ শনিবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘বিএনপির এই কালো পতাকা মিছিলের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটি কেবল দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’

কাদের বলেন, ‘আমরা আশা করি, বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাদের অপতৎপরতা থেকে বিরত থাকবে এবং দেশের শান্তি-শৃঙ্খলারক্ষায় সহযোগিতা করবে।’

তিনি বলেন, ‘বিএনপির নেতারা শুধু কথা বলেই ক্ষান্ত হন না। তারা সব সময় দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা করে থাকেন। গত ১৮ জানুয়ারি ঢাকায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছিল, তা এরই একটি প্রমাণ।’

কাদের বলেন, ‘বিএনপির নেতাদের এসব অপতৎপরতার কারণে দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। আওয়ামী লীগ এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫