উখিয়ার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-
কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়া সোনার পাড়া পয়েন্টে ভেসে এসেছে একটি মৃত 'স্পিনার ডলফিন'।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢেউয়ের সাথে তীরে ভেসে আসা এ মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৮ ফিট, লেজের দৈর্ঘ্য ১.৫ ফিট, ডর্সাল ফিনের দৈর্ঘ্য ৮ ইঞ্চি, পিক্টোরাল ফিনের দৈর্ঘ্য ১০.৫ ইঞ্চি, ঠোটের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, মুখের দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ঠোটের শেষ মাথা থেকে চোখের দূরত্ব ১১.৫ ইঞ্চি, দুই চোখের ব্যবধান ১১.৫ ইঞ্চি, মাঝের বেড় ২.৮ ফিট, ওজন ৯৫ কেজি।
কক্সবাজারের রেজুখাল সংলগ্ন এলাকায় স্থাপিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, 'মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দাতগুলো সব ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারনে গেছে। দীর্ঘ দিন শিকার করতে না পেরে খাবারের অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে। শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে ২০ থেকে ২৪ ঘন্টা আগে মারা যেয়ে থাকতে পারে। তবে ডলফিনটি শরীরের পঁচনের চিহ্ন দেখা যায়নি।
তিনি আরও জানান, ডলফিনটি স্ত্রী প্রজাতির। ময়নাতদন্ত শেষে মৃত ডলফিনটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫