|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

মুরাদনগরে ২৩০জনের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ


মুরাদনগরে ২৩০জনের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ


আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-



অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ টাকা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখা মুরাদনগর সদর ইউনিয়ন শাখায়।


 



গত সোমবার মুরাদনগর ডিআর সরকারী উচ্চ বিদ্যালয়ে ২৩০জনের মাঝে ২লাখ ৩০ হাজার টাকা উপহার হিসেবে বিতরণ করা হয়।

মুরাদনগর সদর ইউনিয়নের আমির মাহবুব আলম মুন্সী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ.ন.ম ইলইয়াস।

মুরাদনগর সদর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে উপজেলা বায়তুল মাল সম্পাদক মোঃ আবু বক্কর সরকার,মুরাদনগর সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যা প্রাথী নাজমুস সাকিব তন্ময়,মোঃ নবিকুল হক মোল্লা,মোঃ মনিরুল হক মোল্লা, ওমর ফারুক সরকার, মোঃ নুরে আলম, যুব ইউনিট মুরাদনগর সদর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাকিল প্রমুখ।

এসময় দলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপয ও মানবতার কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরে সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ওঅসহায় মানুষের পাশে দাঁড়ানো আহবান জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫