সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন— উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না।
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
সারজিস আলম লেখেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পরই অন্য কোনো আলোচনার সুযোগ আছে, তার আগে নয়।”
তিনি আরও যোগ করেন, “উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান— কে কী করছেন বা করতে চাইছেন, কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা প্রাণ নিয়ে পালাতে পেরেছেন, কিন্তু আপনারা পারবেন না। জনগণ এতটা উদার নয়।”
পোস্টের শেষাংশে তিনি কড়া ভাষায় লেখেন, “কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সব ক্ষমতা ভরে দেওয়া হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫