বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে বিদেশি মদ ও ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াত (২৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে শেখ আবুল হায়াতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার হাজেরাবাটি (মসজিদপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত শেখ মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শেখ আবুল হায়াত আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তার সন্দেহজনক গতিবিধি দেখে টহল পুলিশ তল্লাশি চালায়। তল্লাশিতে তার ব্যাগ থেকে চার বোতল বিদেশি মদ ও একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালান সংশ্লিষ্ট অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫