পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সরিষাবাড়ি (পুসাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি:

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-
ঢাকা প্রেসঃ
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন 'পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সরিষাবাড়ি' (পুসাস) এর এক বছর মেয়াদী (২০২৪-২৫) আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ফাহাদ আহমেদ শাওন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী রনি চৌধুরী। মঙ্গলবার (০৪ জুন) সাবেক সভাপতি মো. আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন- আশিকুর রহমান তাজ (জাবি), শাকিল আহমেদ (বাকৃবি), সিয়ামুল হাসান সিয়াম (জবি, মোহাইমিনুল ইসলাম নিবিড় (ইবি), মনজুরুল ইসলাম মিস্টার (কুবি), সাফওয়ান হাসান তামিম (ঢাবি), রাকিব রিফাত (ইবি), ঐশী কবির তালুকদার (জবি), আরিফুল ইসলাম (শাবিপ্রবি) ও সাব্বির এহসান শাওন (নোবিপ্রবি) যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন- মো. ফুয়াদ আহমেদ প্রান্তিক (রুয়েট), মো. ফরিদুল ইসলাম (শেহামেক, জামালপুর), মিনহাজুর রহমান তরু (হাবিপ্রবি), রায়হান আহমেদ (ঢাবি), আনিসুর রহমান (জবি), সজিব আহমেদ (পবিপ্রবি), সম্পদ সাহা (পাবিপ্রবি), মোরশেদুল ইসলাম (জাককানইবি), মোঃ বাদল মিয়া (ঢাবি) ও আদীপ্ত শর্মা (জবি) সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন- আবু বক্কর সিদ্দিকী (ঢাবি), তানভীর আহমেদ সাব্বির (চবি), মো. লুৎফর রহমান (জবি), দেলোয়ার হোসেন (জাককানইবি), সৈকত মাহবুব (শাবিপ্রবি), মো. সজিব মিয়া (হাবিপ্রবি), মোছাঃ কামরুন্নাহার (ঢাবি), রাফিয়া সুলতানা (জাবি), মো. মানিক আহসান (জবি)ও মো: রাকিব হাসান (রাবি)।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫