|
প্রিন্টের সময়কালঃ ০৯ এপ্রিল ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ অক্টোবর ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান: ২০ হাজার মিটার জাল জব্দ, অর্ধশত জেলে কারাগারে


পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান: ২০ হাজার মিটার জাল জব্দ, অর্ধশত জেলে কারাগারে


ঢাকা প্রেস
রেহেনা পারভীন,(পটুয়াখালী) বিশেষ প্রতিনিধি:-


 

পটুয়াখালীতে মা ইলিশের প্রজনন সংরক্ষণে অবৈধ শিকার বন্ধে জেলা প্রশাসন নিবিড় তদারকি চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পায়রা নদীতে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অর্ধশতেরও বেশি জেলেকে গ্রেফতার করা হয়েছে।
 

জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ২০ হাজার মিটার জাল এবং ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
 

জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় মোট ৩ লাখ মিটার জাল ও ১৮শ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 

জেলা প্রশাসক জানান, মা ইলিশ সংরক্ষণের জন্য জারি করা নিষেধাজ্ঞা কঠোরভাবে পালিত করার লক্ষ্যে প্রশাসন দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এই অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
 

জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলেরদের জীবনযাত্রার জন্য সরকারিভাবে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫