|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ণ

৭২ ঘণ্টার আলটিমেটাম ও ফুলেল শুভেচ্ছায় বরণ


৭২ ঘণ্টার আলটিমেটাম ও ফুলেল শুভেচ্ছায় বরণ


বিনোদন প্রতিনিধি:-


 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাসুমা রহমান তানি, যিনি একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক। সিনেমা নির্মাণের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি। তাঁর নির্মিত নতুন সিনেমা ভালোবাসার প্রজাপতি মুক্তির অপেক্ষায়, যেখানে অভিনয় করেছেন সাদিকা পারভিন পপি।
 

গত ১৯ ফেব্রুয়ারি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন অ্যাক্ট, ১৯৫৭ এর ধারা ৯ ও ৯ (ডি) অনুযায়ী, মাসুমা রহমান তানিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে, তবে তাঁকে অন্য কোনো পেশা বা ব্যবসা ছাড়তে হবে।
 

নতুন এমডির নিয়োগের পরই এফডিসির এক পক্ষ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি এফডিসির মূল ফটকে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে, যেখানে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। কমিটির উপদেষ্টা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল অভিযোগ করেন, ‘যে ব্যক্তি আমাদের কাছে অজ্ঞাত, তাকে এমডি পদে বসানো ঠিক নয়’। তিনি দাবি করেন, এই পদে একজন চলচ্চিত্রবান্ধব ব্যক্তি হওয়া উচিত।
 

তবে একদিকে যখন নতুন এমডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের একটি পক্ষ তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। গতকাল এফডিসির প্রশাসনিক ভবনে মাসুমা রহমান তানির অফিসে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, “আমরা আশা করি, নতুন এমডি কাজের পরিবেশ সৃষ্টি করবেন এবং চলচ্চিত্র নির্মাণের জন্য সুবিধা বাড়াবেন।”
 

নতুন এমডি মাসুমা রহমান তানি বলেছেন, “এফডিসিতে দায়িত্ব নেওয়ার পর আমি নতুন, তাই এখনও পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারিনি। তবে আমি আশাবাদী, এখানে চলচ্চিত্রবান্ধব পরিবেশ গড়ে তুলব। আর যে অভিযোগগুলো উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যে।”
 

এভাবে, একদিকে অভ্যন্তরীণ চাপ ও অভিযোগ, অন্যদিকে ফুলেল শুভেচ্ছা, নতুন এমডি মাসুমা রহমান তানি তার দায়িত্ব শুরু করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫