|
প্রিন্টের সময়কালঃ ০৪ আগu ২০২৫ ০২:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৪:০৩ অপরাহ্ণ

কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন


কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মাধ্যমে কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি বুধবার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
 

কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মিজানুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলার মুক্তিযোদ্ধারা শ্রদ্ধার ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজনও করা হয়।
 

অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসকের সভাকক্ষে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক বলেন, "মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে," এবং পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে, বহু ত্যাগের বিনিময়ে কুষ্টিয়া জেলা পাক হানাদার মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫