চিলমারীতে ৪ মাদক ব্যবসায়ী ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান পরিচালনা করে, উপজেলার মাটিকাটার মোড় হতে জোড়গাছ বাজার যাওয়ার রাস্তায়। ৫২ পিচ ইয়াবা সহ ৪জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
বুধবার(১৯ মার্চ) রাত আনুমানিক ২ঘটিকার সময়, মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাহেদ খান। আটককৃত ব্যক্তিরা হলেন, হালিম বাদশা (৩৮), রেজাউল করিম (২৮), রায়হান মিয়া (২২) ও মেহেদী হাসান চৌধুরী (৩৩)। সকল আসামীগণের ঠিকানা চিলমারী উপজেলার বলে জানা গেছে। পুলিশ জানিয়েছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম, বিশেষ অভিযান পরিচালনা করে, চিলমারী মডেল থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের বড় কুষ্টারী। মৌজাথানার দিয়া কমিউনিকেশনের সামনে, মাটিকাটা মোড় হতে জোড়গাছ বাজার যাওয়ার পাকা রাস্তার উপর ৫২পিচ ইয়াবা সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন চিলমারীর থানার পুলিশ। যাহার মামলা নং-০১, আসামীদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাহেদ খান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিধি মোতাবেক আসামীগণকে যথাযথ পুলিশ র্স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫