রাষ্ট্রপতির হাতে ‘জুলাই সনদ’ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো: হাসনাত
ভোলা — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
সভায় হাসনাত আরও বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে ‘জুলাই সনদ’ নেওয়া পরিতাপজনক হবে—এর চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, এনসিপি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং দলের সব নীতিগত সিদ্ধান্ত জনগণের মতামতের ওপর ভিত্তি করে নেওয়া হয়।
হাসনাত দাবি করেন, গণঅভ্যুত্থানের সূত্রে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে উপযুক্ত ব্যক্তি হিসেবে উদ্ভুত হয়েছেন; তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তিনিই সবচেয়ে যোগ্য। তিনি বলেন, ‘‘এক একটি পক্ষ চাইছে রাষ্ট্রপতি ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করুক; আমি বলব, রাষ্ট্রপতির হাত থেকে ওই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো।’’
হাসনাত উল্লেখ করেন, অভ্যুত্থানের পরে সর্বাধিক শহীদ ভোলার মানুষ হয়েছেন; যদি এখন বলা হয় রাষ্ট্রপতি জুলাইয়ের সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে সেই পরিবারের সদস্যরা শোকাহত হবেন—তেমন পরিস্থিতি থেকে বিরত থাকতে হবে। সভায় তিনি সাম্প্রতিক বিজেপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশও করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫