চারঘাটে তিনটি গাজাঁর গাছসহ ইয়াছিন গ্রেফতার

ঢাকা প্রেস
মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ-
রাজশাহীর চারঘাট উপজেলায় তিনটি গাজাঁর কাচা গাছসহ ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গত শুক্রবার (৮ নভেম্বর) আনুমানিক রাত ১টায় উপজেলার পরানপুর গ্রামে থেকে গাছগুলো উদ্ধার করে পুলিশ। এই তিনটি গাছের ওজন ৪৫ কেজি ১শ গ্রাম। যার আনুমানিক মূল্যে ৯ লক্ষ ২ হাজার টাকা।
থানা সূত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক,উপ-পরিদর্শক আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পরানপুর গ্রামে আবুল হোসেনের ছেলে ইয়াছিন আলীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করলে বসতবাড়ির পশ্চিম পাশে টয়লেট এর পিছনে পরিচর্ষা করার সময় তিনটি গাজাঁর কাচা গাছ উদ্ধার করে পুলিশ।
চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে ইয়াছিন গাজার চাষ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫