|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫০ অপরাহ্ণ

মাথায় বলের আঘাতে হাসপাতালে মোস্তাফিজ


মাথায় বলের আঘাতে হাসপাতালে মোস্তাফিজ


চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রক্তক্ষরণ হতে থাকায় দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ক্রিকেটারের ছোড়া বল এসে লাগে মুস্তাফিজের মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার, শুরু হয় রক্তক্ষরণও। দ্রুতই ডাকা হয় অ্যাম্বুলেন্স। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে।

মুস্তাফিজুর রহমানের ইনজুরি কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। চিকিৎসার আগে কুমিল্লা ম্যানেজমেন্টও এ বিষয়ে তেমন কিছু জানাতে পারেনি। আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের ইনজুরিতেই পড়েছেন টাইগার পেসার।


এবারের আসরে কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ২৩.৯১ গড়ে তিনি শিকার করেছেন ১১ উইকেট। ৯ ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১৪। ৭ ম্যাচে জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫