জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘Guided by’।
ভিডিও বার্তায় ড. ইউনূস বলেন, “অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।” তিনি দেশের সংস্কারমুখী পদক্ষেপ এবং ‘থ্রি জিরো ভিশন’—অর্থসম্পদের কেন্দ্রীকরণ রোধ, বেকারত্বের অবসান ও নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যের কথা তুলে ধরেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অধিবেশনে ৫৩টি সদস্য দেশ ও নয়টি সহযোগী সদস্য রাষ্ট্র অংশ নেয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই সম্মেলন বাংলাদেশের জন্য একটি কৌশলগত মঞ্চ, যেখানে দেশটি টেকসই উন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞতা ভাগ করে নিতে ও সহযোগিতা জোরদার করতে পারছে। সপ্তাহব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করা হচ্ছে।