|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ

পাবনায় ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩


পাবনায় ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩


পাবনায় র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত ভোর রাতে পাবনা র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা আতাইকুলা থানা মাধপুর হাইওয়ে রাস্তার ওপর অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা একটি প্রাইভেটকার, ৪টি মোবাইল, ৬টি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৫০ টাকাসহ জনি, শফিকুল, লিটন মিয়া নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররকৃত আসামি সজিবুর রহমান জনি (২৫), শফিকুল ইসলাম (২৯) ও লিটন মিয়া (২৪)।


আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল। জব্দকৃত আলামতসহ আসামিদের পাবনা আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব -১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫