রাজিবপুরে ফ্রেন্ডশিপের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):-
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় Formation and Capacity Building of flood Volunteers in tha Northern Char island of Bangladesh প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৯.০৭.২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায়, চর রাজিবপুর উপজেলা হলরুমে "Formation and Capacity Building of flood Volunteers in tha Northern Char island of Bangladesh" প্রকল্পের উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব, মোঃ আনোয়ার হোসেন, চেয়ারম্যান, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ, রাজিবপুর কুড়িগ্রাম। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এবং মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ১০ টি গ্রামের বন্যা সেচ্ছাসেবক এবং ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রতিনিধিসহ ফ্রেন্ডশিপের সিনিয়র ফিন্যান্স অফিসার জনাব মোঃ মারুফ চৌধুরী, সিনিয়র প্রজেক্ট অফিসার জনাব মোঃ টিপু সুলতান, জানাব মোঃ আবু সাঈদ, প্রজেক্ট অফিসার, সিআইডিআরআর নর্থ প্রকল্প ও "Flood Volunteers" প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর, অর্গানাইজার সভায় উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রমের শুভ সূচনা করা হয়। সমন্বয় সভার সঞ্চালক হিসাবে জনাব উজ্জ্বল দিও, প্রকল্প ব্যবস্থাপক এবং জনাব নন্দদুলাল রায়, ফিল্ড ফেসিলিটেটর সিআইডি আরআর -নর্থ প্রজেক্ট। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব উজ্জ্বল দিও, প্রকল্প ব্যবস্থাপক, ফ্রেন্ডশিপ, রৌমারী। অতঃপর মিঃ উজ্জ্বল দিও- প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য এবং প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। প্রকল্প বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ এবং চলমান কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা ও চিত্র উপস্থাপন করেন।
প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এফডিএমসি সদস্য ও বন্য সেচ্ছাসেবক প্রতিনিধিগন প্রকল্পের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিতরণকৃত উপকরণ সমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। যেন নিজ নিজ এলাকায় দুর্যোগের ঝুঁকি হ্রাস পায় এবং সকলে সমবেত ভাবে কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফ্রেন্ডশিপের প্রশংসা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন - মোহনগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকায় ফ্রেন্ডশিপের কার্যক্রম দেখেছি, যা সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও বন্যা ও দুর্যোগ প্রবন এই এলাকায় ফ্রেন্ডশিপের "Flood Volunteer" প্রকল্প ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে অবদান রাখবে বলে মনে করেন।
মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বলেন - বন্যা সেচ্ছাসেবক প্রকল্পের কার্যক্রম খুবই চমৎকার এবং উৎসাহমূলক। তিনি সুপারিশ করেন প্রকল্পের মেয়াদ শেষ হলেও মাঝে মাঝে ফলোআপ চলমান রাখার জন্য।
অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশের সময় সেচ্ছাসেবক মোছাঃ সালমা খাতুন বলেন - ফ্রেন্ডশিপের কল্যানে তারা চিলমারী ফ্রেন্ডশিপ প্রশিক্ষণ সেন্টার এবং ফ্রেন্ডশিপ গাইবান্ধা প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন। যেখানে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। যা তাদেরকে সামাজিক কর্মকান্ডে বিশেষ করে দুর্যোগকালীন সময়ে দুর্যোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কাজ করতে অত্যান্ত সহায়ক হচ্ছে বলে তিনি সভায় অভিমত প্রকাশ করেন।
পরিশেষে সভাপতি মহোদয় জনাব মোঃ আনোয়ার হোসেন উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাবৃন্দ, সেচ্ছাসেবক, এফডিএমসি নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য, সাংবাদিক সহ ফ্রেন্ডশিপের সকল স্টাফদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫