ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি শান্ত, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচলও সচল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রায় পৌনে ১২টার দিকে তারা সিটি কলেজের আশপাশে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১টার দিকে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন জানান, সংঘর্ষের সময় সড়ক কিছু সময়ের জন্য বন্ধ ছিল, তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে।
ঘটনার প্রেক্ষাপটে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বেলা ৩টা ২০ মিনিটে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বক্তব্যে জানান, বুধ ও বৃহস্পতিবার (দুই দিন) কলেজ বন্ধ থাকবে। তিনি বলেন, “কলেজের স্থাপনায় ও শিক্ষার্থীদের ওপর হামলার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। মারামারির মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব নয়। এতে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে।”
পুলিশ জানায়, সংঘর্ষের মূল কারণ ছিল পূর্বদিনের একটি মারধরের ঘটনা। সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন মারধর করেন বলে অভিযোগ ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জবাবে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে। পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে এবং সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫