|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩২ অপরাহ্ণ

আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না: সিইসি


আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না: সিইসি


ঢাকা প্রেস নিউজ

 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "কমিশনে আমরা যারা আছি, আমরা কোনো রাজনীতিতে প্রবেশ করতে চাই না এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমাদের লক্ষ্য হল নিরপেক্ষ থাকা, এবং আমরা চাই আপনারা আমাদের সাহায্য করবেন।"
 

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়।
 

নাসির উদ্দিন আরও বলেন, "সব জায়গায় মতভেদ থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে অবস্থান নেওয়া নয়। এক বিষয়ের ওপর ভিন্নমত থাকতে পারে, এটা সাধারণ বিষয়। তবে কিছু মানুষ এটি মেনে নিতে পারে না। আমি তবে সেটি মেনে নিতে অভ্যস্ত। যদি আমার সমালোচনা করা হয়, আমি সেটাকে ঘাটতি বা সমস্যা হিসেবে ধরে নিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করি।"
 

তিনি আরও বলেন, "সবাই তালি বাজাতে বাজাতে দেশের পরিস্থিতি খারাপ করে দিয়েছে। আমাদের ভুলে যাওয়া উচিত এই তালি বাজানো। সব কিছু বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। যদি কেউ কিছু বলে আর আমি তালি বাজাতে থাকি, তাহলে এটি যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।"
 

নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য তিনি রাজনীতিবিদদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করেন। সিইসি বলেন, "যদি রাজনীতিবিদদের নির্বাচন কমিশনের ওপর প্রভাব বন্ধ না করা যায়, তবে আগের মতো পুরনো পরিস্থিতি ফিরে আসবে। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে, এবং আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে।"
 

এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, এবং ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫