|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ণ

শেখ হাসিনার ট্রেনে গুলি: খালাস পাওয়া যুবদল নেতা আজাদ রহমান খোকনের মৃত্যু


শেখ হাসিনার ট্রেনে গুলি: খালাস পাওয়া যুবদল নেতা আজাদ রহমান খোকনের মৃত্যু


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পরবর্তীতে খালাস পাওয়া যুবদল নেতা আজাদ রহমান খোকন (৫২) মারা গেছেন।
 

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী শহরের কাচারিপাড়া এলাকায় নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 

আজাদ রহমান খোকন কাচারিপাড়া এলাকার পিয়ার আলী মণ্ডলের ছেলে এবং ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সদস্য ছিলেন। শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে প্রায় পাঁচ বছর কারাগারে কাটানোর পর গত বছর ১২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি ঈশ্বরদীতে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।
 

পরিবার সূত্রে জানা যায়, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনে মুক্তির পর সম্প্রতি উচ্চ আদালত এ মামলার সব আসামিকে খালাস দেন। মঙ্গলবার মারা যাওয়া আজাদ রহমান খোকনের মরদেহ দাফন করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫